ওমিক্রন ত্রাসের মাঝেই মিউটেশন ঠেকাতে সক্ষম অ্যান্টিবডির খোঁজ পেলেন বিজ্ঞানীরা
2022-01-07
সার্স-কোভ-২ মিউটেট করলে তার প্রেক্ষিতে মানুষের শরীরে থাকা অ্যান্টিবডিও বিবর্তিত হয়। একবছর আগে রকফেলার বিশ্বাবিদ্যালয়ের এক গবেষণাপত্রেই এই তথ্য প্রকাশিত হয়েছিল। সেই গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে যে ‘মেমরি বি সেল’ থেকে অ্যান্টিবডি তৈরি হয়। সেই ‘মেমরি বি সেল’ সময়ের সাথে সাথে বিবর্তিত হয়। কোনও সংক্রমণের ছয় মাসের মধ্যে এইRead More →