আলোর শহরে গৃহস্থালি ডুবত ‘অন্ধকারে’! চন্দননগরে বদলাল সেই প্রথা, এ বার জগদ্ধাত্রীর শোভাযাত্রা বিদ্যুৎ সচল রেখেই
2025-11-01
দস্তুর বদলাল! এ বার ঘরেও আলো, বাইরেও আলো। শোভাযাত্রার দিনে চন্দননগরের কোনও ঘরই আর লোডশেডিংয়ে ডুবল না। জলের জোগানও অবিরত। এতকাল জগদ্ধাত্রীপুজোর শোভাযাত্রার দিন অনেক ক্ষণের জন্য কার্যত ‘শাটডাউন’ হয়ে যেত গোটা চন্দননগর। প্রতিমা নিরঞ্জনের জন্য বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দশমী এবং একাদশীতেRead More →

