আগে IFA‌–কে দেওয়া হয়েছিল। এবার নাম বদলের জন্য ফেডারেশনকেও চিঠি দিল ইস্টবেঙ্গল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেই চিঠি পাঠিয়ে দিয়েছে AFC‌–‌র কাছে। এখন অপেক্ষা এএফসির উত্তরের। তবে তার আগেও ইস্টবেঙ্গলের নাম আইএসএলের জন্য ঘোষণা করে দিতে পারে এফএসডিএল। সেক্ষেত্রে হয়তো বলা হবে, ইস্টবেঙ্গলকে আইএসএলে নেওয়া হল, তবে এএফসির লাইসেন্সিং প্রক্রিয়াRead More →