জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েজম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা (Pulwama)জেলার একাধিক জায়গায় তল্লাশিঅভিযান চালাল নিরাপত্তা বাহিনী। রবিবারগভীর রাত থেকে এইঅভিযান শুরু হয়েছে. অভিযানএখনো চলছে।যদিওএখনও পর্যন্ত কোনও জঙ্গির খোঁজপাওয়া যায়নি।  গোয়েন্দাদের  তরফেরগোপন রিপোর্টে প্রশাসনের কাছে খবর আসেযে পুলওয়ামা জেলার একাধিক গ্রামেপাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এই  খবরপাওয়ার পরই রবিবার গভীররাতে তল্লাশি অভিযান চালায় রাষ্ট্রীয়রাইফেলসের ৫৫, ৪৪, ৬২,৫৩ নম্বর ব্যাটালিয়ন, সিআরপিএফ,জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। সামরিক  পরিভাষায়এই ধরনের তল্লাশি অভিযানকেসিনএন্ড সার্চ অপারেশন বলাহয়। এধরনের অভিযানে গোটা এলাকাটি ঘিরেধরে চিরুনি তল্লাশি চালানোহয়।তল্লাশিচলাকালীন ওই এলাকার ভেতরেএবং বাইরে  যাতেকেউ যেতে না পারেসেটিও নিশ্চিত করা হয়।  জানা গিয়েছে শোপিয়ানেজঙ্গিদের খোঁজে একই কায়দায়তল্লাশি অভিযান চলছে।  এইপ্রতিবেদন লেখা পর্যন্ত কোনরকমের জঙ্গির খোঁজ পাওয়াযায়নি।Read More →