একই লাইনে পর পর দু’টি ট্রেনে ভাঙল প্যান্টোগ্রাফ! পূর্ব বর্ধমানে আটকে ট্রেন, বন্ধ রাস্তাও
2023-06-09
ঝড়ে প্যান্টোগ্রাফ ভেঙে পর পর ২টি দূরপাল্লার ট্রেনে থমকে গেল একই লাইনে। পূর্ব বর্ধমানে এই ঘটনায় ২টি ট্রেনই আটকে থাকায় ওই লাইনের অন্যান্য ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি, গাড়ি চলাচলের রাস্তা বন্ধ হয়ে বিপদে পড়েছেন সড়কপথের যাত্রীরাও। শুক্রবার সন্ধে ৫টা ৫৯ মিনিটে আপ ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়Read More →