যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম কেন ঋষি অরবিন্দের নামে হবে?
2021-04-22
যাদবপুর বিশ্ববিদ্যালয় (১৯৫৫)-এর নাম হোক ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়। এই টুকু পাঠ করার পর আমার বামপন্থী বন্ধুরা দাঁত কিড়মিড় করে আমার চৌদ্দপুরুষ উদ্ধার করবেন এবং আমাকে মূর্খ ‘চাড্ডি’ বলে দাগিয়ে দিয়ে আপন আপন আত্মশ্লাঘায় মলম লাগাবেন। আসলে যুক্তির অভাববোধ-ই মানসিক বিকারের জন্ম দেয়! সেই জন্য, কেন ঋষি অরবিন্দের নামে প্রতিষ্ঠানটির নামকরণRead More →