“শুধু বিঘে দুই ছিল মোর ভু়ঁই আর সবই গেছে ঋণেবাবু বলিলেন, ‘বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।’…রবীন্দ্রনাথ ঠাকুরের বহুচর্চিত উপরোক্ত “দুই বিঘা জমি” কবিতার প্রেক্ষাপট খুঁজতেই আজকের এই আলোচনা। রবীন্দ্রনাথের (Rabindranath) অনেক রচনারই বাস্তব প্রেক্ষাপট আছে এবং তিনি তাঁর “ছিন্নপত্র”-এ সে সবের কিছুটা তুলে ধরেছেন।“দুই বিঘা জমি”-র বাস্তব পটভূমি হলোRead More →