মুর্শিদাবাদ: উপদ্রুত শমসেরগঞ্জ ও সুতি থানার ওসিকে সরাল ভবানী ভবন, আনা হল আইসি পদমর্যাদার অফিসারদের
2025-04-17
নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ-কর্মসূচিকে কেন্দ্র করে দুই থানা এলাকাতেই অশান্তি ছড়িয়েছিল গত সপ্তাহে। তাতে তিন জনের মৃত্যুও হয়েছে। মুর্শিদাবাদের সেই শমসেরগঞ্জ এবং সুতি থানার ওসিকে এ বার সরিয়ে দিল রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, এত দিন ওই দুই থানায় সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ওসি ছিলেন। এ বার সেখানে ইন্সপেক্টরRead More →