শাহরুখের নাকে অস্ত্রোপচার, উদ্বেগে অনুরাগীরা, ভোররাতে দর্শন দিলেন বাদশাহ, কেমন আছেন?
2023-07-05
লস এঞ্জেলসে শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন শাহরুখ খান। নাকে আঘাত পেয়েছেন অভিনেতা। করাতে হয়েছে অস্ত্রোপচার। মঙ্গলবার হঠাৎই এমন এক খবর যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভারতে। শোনা যায়, অস্ত্রোপচারের কারণে নাকে বেঁধে রাখতে হচ্ছে ব্যান্ডেজে। স্বাভাবিকভাবেই উদ্বেগে শাহরুখ অনুরাগীরা সমাজমাধ্যমের পাতায় তা প্রকাশও করেন। দিন ভর চলে চাপানউতর। প্রিয়Read More →