দক্ষিণবঙ্গ যেন দুয়োরানি! উত্তরে প্রবেশের পরে ২০ দিন কেটে গেলেও রুটিন ভাঙল লেটলতিফ বর্ষা
2024-06-20
উত্তরবঙ্গে বর্ষা এসেছে ৩১ মে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও অধরা বর্ষা। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণে বর্ষা প্রবেশ করতে পারে দু’ থেকে তিন দিনে। পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এত দিন সময় লাগেনি। আলিপুর হাওয়া অফিস বলছে, ২০১৯ সালে উত্তরবঙ্গের চার দিন পর বর্ষা ঢুকেছিলRead More →