দিনহাটা পুরসভায় বাড়ির প্ল্যানের নথি জালকাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। দু’জনকেই রবিবার দিনহাটা মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। ধৃতদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুই ধৃতের নাম অর্কপ্রভ দাশগুপ্ত এবং হরি বর্মণ। কোচবিহারের বাসিন্দা অর্কপ্রভ পেশায় ইঞ্জিনিয়ার। অন্য দিকে, হরি দিনহাটা পৌরসভার ওভারসিয়ারRead More →