ক্রমেই গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। সোমবার মৌসম ভবন সূত্রে খবর, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ৪ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। এই মুহূর্তে দিঘা থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরের মধ্যে ওড়িশার বালেশ্বরের কাছ দিয়ে অতিক্রম করবেRead More →

ইয়াস যে মেঘটা জড়ো করেছে সেটার পুরোটার সাইজ হলো সমগ্র দক্ষিণ ভারতের সমান।ইয়াস এখনো অব্দি অস্থির হয়েই আছে, ভীষণই অস্থির। ঘুরেই চলেছে বেশ। আমফান হোক বা কদিন আগের টুকতায়ে, এগুলোর থেকে আলাদা হয়ে যেটা অদ্ভুত লাগছে ইয়াসের এবার, এ নিজেই নিজের পথকে সার্কেল আকারে ক্রস করছে বারবার। কেন্দ্র বা EyeRead More →