স্বাধীন ভারতের ইতিহাসে ১৯৭৫ সালের ২৫-২৬ জুন একটি “কালো দিন” হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।থাকবেও চির কাল।এদিন গণতান্ত্রিক ভারতের আকাশ “এক নায়কতন্ত্র”-র কালোমেঘ ঢেকে দিয়েছিল।তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলী আহমেদের উপর অবৈধ, অগণতান্ত্রিক ও অমানবিক চাপ সৃষ্টি করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জাতীয় জরুরী অবস্থা ঘোষণাপত্রে সই করতে বাধ্য করেন।সই করানোর অব্যবহিতRead More →