ব্রিটিশ আমলে কলকাতায় যে কয়েকটা ছাত্রাবাস তৈরি হয়েছিল তার মধ্যে ছিল বেকার হস্টেল আর ইডেন হিন্দু হস্টেল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙা বিল্ডিংয়ের ঠিক পিছনে, প্রেসিডেন্সি কলেজের পাশের গলির একপ্রান্তে।  সেক্যুলারিজমের ঝুলি নিয়ে কমিউনিস্ট আন্দোলন করে বহুদিনই ইডেন হিন্দু হোস্টেল মুসলিম ছাত্রদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন হল সেখানে  বোর্ডাররা থাকে,Read More →