ইংরাজবাজার ধর্ষণ কাণ্ডে পুলিশ কর্তাদের তলব, নির্দেশ দিলেন দময়ন্তী সেন
2022-04-16
কলকাতা হাইকোর্টের নির্দেশে দময়ন্তী সেন দায়িত্ব পেয়েছেন একাধিক ধর্ষণ কাণ্ডের তদন্তের। এই পরিস্থিতিতে আজ, শনিবার মালদহের ইংরেজবাজার নাবালিকা ধর্ষণকাণ্ডে আইসি–সহ তিন পুলিশ আধিকারিককে কলকাতায় তলব করলেন আইপিএস দময়ন্তী সেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য–রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। ইংরেজবাজার নাবালিকা ধর্ষণ কাণ্ড–সহ চারটি ঘটনার তদন্তভার কলকাতা হাইকোর্ট তুলে দিয়েছেRead More →

