তীর্থ হোক বা শখের ভ্রমণ, বেড়ানোর শেষে ফেরার পথে বাঙালির থলে ভরে ওঠে নানারকম উপহারে। আত্মীয়প্রীতি অনেকটা তলানিতে ঠেকলেও প্রিয়জনের জন্য যে জায়গায় গেছিলেন সেখানকার এটা ওটা টুকিটাকি হাতে করে নিয়ে আসতে এখনও ভোলে না বাঙালি। আজ থেকে একশ বছর আগে বাঙালি তীর্থভ্রমণই করত বেশি, ফলে সেখানেও তীর্থক্ষেত্রের প্রসাদ বাRead More →