Srijato Bandyopadhyay: আমার বহু কবিতার জন্ম হয়েছে কলকাতার রাস্তায়!
2022-02-12
কলকাতার কথা বলতেই আমার মনে পড়ে যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘স্মৃতির শহর’ কবিতা গুচ্ছের কথা। কারণ কলকাতাকে আমি সত্যিই স্মৃতির শহরই বলব। খুব ছোটবেলা থেকে আমার অভ্যাস ছিল হেঁটে শহর দেখা। সেই যে শঙ্খবাবু লিখেছিলেন, ‘এ কলকাতার মধ্যে আছে অরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন’। আমি সেই ছোটবেলা থেকে এই মাঝবয়েস পর্যন্তRead More →