তারপর আর কত বৎসর অতিক্রান্ত হল। ইন্দ্র , বিরোচন পুনশ্চঃ প্রজাপতির আশ্রমে কঠোর ব্রহ্মচর্য পালন করতে লাগলেন ব্রহ্মজ্ঞানের আশায়। হৃদয়ের মলিনতা কবে যে দূরীভূত হবে সেই দিনের অপেক্ষায় রইলেন। একদিন আবার প্রজাপতি ব্রহ্মা যজ্ঞ শেষে ইন্দ্র ও বিরোচনকে একটি জলপূর্ণ পাত্র আনার জন্য আদেশ করলেন। পাত্র আনা হলে ,  প্রজাপতিRead More →