মহরমের মিছিল থেকে তলোয়ার ছিটকে আহত হলেন পুলিশ কর্মী রাজীব পাল
আমাদের ভারত, হুগলী, ১০ সেপ্টেম্বর: মহরমের মিছিল থেকে তলোয়ার ছিটকে আহত হলেন চন্দননগর থানার পুলিশ কর্মী রাজীব পাল। আজ বিকালের দিকে চন্দননগরের সর্ষে পাড়ার কাছে মহরমের মিছিলের জন্য ডিউটি করছিলেন তিনি। সেই সময় একটি সশস্ত্র মিছিল সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎই খেলা দেখানোর সময় একটি তলোয়ার ছিটকে লাগে রাজীব বাবুর মাথায়।Read More →