আচমকা থমকে গেল কলকাতার ১,২০০ CCTV ক্যামেরা, ওড়ানো হল সাইবার হানার আশঙ্কা
2021-08-25
আচমকা বন্ধ হয়ে গেল কলকাতার একাধিক ‘চোখ’। কলকাতা পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল থেকে বিকল হয়ে যায় শহরের ১,২০০ টি সিসিটিভি ক্যামেরা। লালবাজারের কয়েকটি সিসিটিভি ক্যামেরাও বিকল বিগড়ে গিয়েছে বলে একটি মহল দাবি করা হয়েছে। একসঙ্গে এতগুলি সিসিটিভি বিগড়ে যাওয়ার কারণটা কী, তা নিয়েও বিভিন্ন তথ্য উঠে আসছে। তবে কলকাতাRead More →