ICC Ranking: আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে পিছনে ফেললেন জো রুট, প্রথম দশের বাইরেই বাবর আজম
2021-08-11
নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি (৬৪) ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১০৯) করার পুরস্কার পেলেন জো রুট। আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে টপকে চার নম্বরে উঠে এলেন ইংল্যান্ড অধিনায়ক। আইসিসির সদ্য প্রকাশিত ব়্যঙ্কিং তালিকায় রুট এক ধাপ উন্নতি করেন। ট্রেন্ট ব্রিজে শূন্য রানে আউট হওয়া কোহলি রুটকে জায়গা ছেড়ে দিয়ে পাঁচRead More →