প্রকাশিত হল এবছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল। আইসিএসইতে গোটা দেশে প্রথম স্থানে রয়েছেন মোট ৯ জন। এদের মধ্য়ে রয়েছেন বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত্ মুখোপাধ্য়ায়। অন্যদিকে, আইএসসিতে(দ্বাদশ শ্রেণি) গোটা দেশে প্রথম স্থানে রয়েছেন ৫ জন। এদের মধ্যে রয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্য গুপ্তা ও শিলিগুড়ির ভক্তিনগরের শুভমRead More →