দু’গোলে এগিয়েও ড্র, আইএসএলে প্রথম ম্যাচ জেতা হল না মোহনবাগানের, চিন্তা রক্ষণ নিয়ে
2024-09-13
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল। তাতেই নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া হল মোহনবাগানের। দু’গোলে এগিয়ে গিয়েও ঘরের মাঠে মোহনবাগান ড্র করল মুম্বই সিটির বিরুদ্ধে। খেলা শেষ হল ২-২ অমীমাংসিত অবস্থায়। দ্বিতীয়ার্ধে দু’গোল হজম করা মোহনবাগানের রক্ষণ নিয়ে চিন্তা থেকেই গেল। প্রথমার্ধে মুম্বই রক্ষণের ভুলে দু’টি গোল করেRead More →