বছরআঠারোর এক দলিত পড়ুয়া আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বম্বে আইআইটি-তে। জানা গিয়েছে, দর্শন সোলাঙ্কি নামের আত্মঘাতী ওই পড়ুয়া তাঁর বোন ও অভিভাবকদের নাকি তাঁর সঙ্গে জাতপাতের প্রশ্নে বন্ধুদের দুর্ব্যবহারের কথা জানিয়েওছিলেন। জানিয়েছিলেন, দলিত হওয়ায় সহপাঠীরা তাঁকে নাকি একঘরে করে দিয়েছিলেন! তাঁর সঙ্গে ঠিক ভাবে মিশতেন না তাঁরা। যদিওRead More →