দশ নয়, আইএসএলের (ISL) সপ্তম মরশুমে খেলবে ১১ দল। প্রথমবার দেশের সর্বোচ্চ লিগে দেখা মিলবে ময়দানের দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। নতুন রূপে ডার্বি উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা। ইস্টবেঙ্গলের অন্তর্ভূক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করে দিয়েছেন নীতি আম্বানি। কিন্তু তারপরও লাল-হলুদ শিবিরে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। চলতি বছর শেষমেশ ইস্টবেঙ্গল (EastRead More →