তখন তাচ্ছিল্য করে কেউ কেউ ‘কল্যাণ সিং’ বলে ডাকতেন। তাতে অপমানিত তো হতামই না, অসম্ভব খুশি হতাম। নিজের নাম ‘কল্যাণ’ হওয়ায় যথেষ্ট গর্ব ছিল। কল্যাণ সিং তখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, হিন্দু-অস্মিতার এক অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। আর ততোধিকই নিন্দিত বাংলার কমিউনিস্ট অলিগলিতে, পাড়া-মহল্লায়।তখন সিপিএমের প্রবল-প্রতাপ। পার্টির ইশারা না থাকলে গাছের পাতাওRead More →