রাজীবদের ‘বিপথগামী’ হওয়ার সম্ভাবনা নিয়ে হাওড়ায় অমিত শাহের ‘বিগ শো’
রাজীব বনাম অরূপ দৌড়ে বেকায়দায় হাওড়ার তৃণমূল। এমন সময়েই গ্রামীণ হাওড়ায় আসছেন অমিত শাহ। যেহেতু হাওড়া গ্রামীণে রাজীবের প্রভাব বেশ কিছুটা রয়েছে তাই অমিত শাহের এই গ্রামীণ হাওড়ায় আগমন এবং ঠাসা কর্মসূচী নিয়ে তা যে রাজনৈতিক মহলে ভোটের বড় ‘খেলা’র বার্তা দিচ্ছে তা স্পষ্ট। সূত্রের খবর সেই দিনেই দল পরিবর্তনেরRead More →