জামতাড়া গ্যাং-এর উৎপাত বেড়েই চলেছে। ভিন্‌রাজ্য থেকে আসা অচেনা নম্বরের ফোন কখনও মোবাইলের সিম আপডেট করতে বলছে, কখনও ব্যাঙ্কের নাম করে কেওয়াইসি তথ্য চাইছে। আবার নানা প্রলোভনের ফাঁদেও ফেলছে দুষ্কৃতীরা। আর যে ফাঁদে পা দিয়ে অনেকেই মুহূর্তের মধ্যে সর্বস্ব খোয়াচ্ছেন। এই রাজ্য়ে তো বটেই গোটা দেশেই এই দুষ্কৃতীচক্র দিন দিনRead More →