ছোটোবেলায় পুজো আসছে টের পাওয়া যেত ক্লাবের মাঠেম্যারাপের জন্য বাঁশ পড়লে। দু এক দিনের মধ্যে শুরু হত দেড়-দু’হাত গভীর গর্ত খুঁড়ে দড়ি দিয়ে মেপে খুঁটি পোঁতা। আড়াআড়ি বাঁশ বাঁধা। ত্রিপলের ছাউনি। ভিতরে রঙিন কাপড়ের আস্তরণ। দুর্গা মায়ের সপরিবারে অধিষ্ঠানের মণ্ডপ। প্রতিমা আসতো চতুর্থী বা পঞ্চমীর মধ্যরাত্রে। ওই সময় আগমনীর আগমনেরRead More →