দেশমাতারূপে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী দুর্গাকে উপস্থাপন করেছিলেন। তেমনই উপস্থাপন করেছেন দেবী কালী ও জগদ্ধাত্রীকেও। ‘আনন্দমঠ’ উপন্যাসে ব্রহ্মচারী সত্যানন্দকে দেখা যাচ্ছে, মহেন্দ্রকে তিনি দেবী দুর্গার তিনটি রূপ চেনাচ্ছেন। “মা যা ছিলেন….মা যা হইয়াছেন…. মা যা হইবেন।” রূপ তিনটি যথাক্রমে দেবী জগদ্ধাত্রী, দেবী কালিকা এবং দেবী দুর্গা। উপন্যাসের প্রাসঙ্গিক কিছুটা অংশ তুলেRead More →