২৮ তারিখ থেকে আরও কয়েকশো চাকরিপ্রার্থীর মতোই অনশনে বসেছিলেন মেদিনীপুরের শক্তিপদ মাইতি। ১৫ ফেব্রুয়ারি খবর এসেছিল, মারাত্মক দুর্ঘটনা ঘটেছে বাবার। বেলদার হোসেনপুর গ্রামের বাসিন্দা শক্তিপদ ফিরে গিয়েছিলেন খবর পেয়ে। ফোনে যোগাযোগ রাখতেন অনশনকারী সতীর্থদের সঙ্গে। বলতেন, “বাবা একটু ঠিক হলেই আমি ফিরব কলকাতায়। যোগ দেব অনশনে। তোমরা চালিয়ে যাও।” শক্তিপদRead More →

পাশেই খোলা ড্রেন, ভনভন করে উড়ে আসে মশা। হাওয়া দিলেই ছড়ায় বিশ্রী দুর্গন্ধ। পাশ দিয়ে নিয়মমাফিক বয়ে চলেছে নাগরিক জীবন। আর তার গা ঘেঁষেই দাঁতে দাঁত চেপে, মাটি কামড়ে পড়ে আছেন কয়েকশো মানুষ। এভাবেই চলছে, আজ ২৬তম দিন! তিলোত্তমার বুকে যেন এক টুকরো শিউরে ওঠা অমানবিকতার ছবি যেন সেঁটে রয়েছেRead More →