শয্যাশায়ী ভদ্রলোকের নাম জয়ন্ত বসু (৮৭)। ‘অঙ্কের জাদুকর’ কালীপদ বসুর নাতি। শনিবার ১২, মহেন্দ্র গোস্বামী লেনের এই বাড়িতে গিয়েছিলাম কিছু পুরনো কথার খোঁজে। উত্তরপাড়ার ‘রাজা’ ক্ষেত্রনাথ মুখার্জির বাড়ির ঠিক বিপরীতে ‘কালীপদ নিকেতন’। ১০৬ বছর আগে তৈরি বাড়ি। ভিতরে দেওয়ালে বাঁধানো পুরনো ছবি, বংশলতিকা। জয়ন্তবাবুর কাছে শুনছিলাম তাঁর ঠাকুর্দার কথা। ১৮৮৮-তেRead More →