আমরা একজন বিদ্বান, দেশের মঙ্গলের জন্য চিন্তাশীল একজন দেশপ্রেমিক ব্যক্তিকে হারিয়েছি। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ড. প্রণব মুখার্জি তার পার্থিব শরীর ছেড়ে চলে যাওয়া সঙ্ঘের স্বয়ংসেবকদের কাছে এক অপূরণীয় ক্ষতি । রাষ্ট্রপতি থাকাকালীন আমি তার সঙ্গে দু’বার সাক্ষাৎ করেছি এবং তার পরে তিন-চারবার সাক্ষাৎ করার সুযােগ হয়েছে। তার স্বভাব এবং উদার প্রকৃতির আচরণ আমাকে প্রথম পরিচয়ে ভুলে যেতে বাধ্য করে যে আমি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছি। আমি অনুভব করেছি যে আমি আমার বাড়ির একজন বয়ােজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে কথা বলছি। এই আচরণ সর্বদা, সর্বত্র সবার সঙ্গে করতে দেখেছি।
এখানে (নাগপুর) তিনি সঙ্রে প্রশিক্ষণ বর্গ দেখতে এসেছিলেন, আগত দশ-বারােজন অতিথির সঙ্গে তাঁর পরিচয়ের একটি অনুষ্ঠান ছিল। সবাই এসে বসেন, প্রণবদাও এসে বসলেন। অনুষ্ঠানের সঞ্চালক উঠে দাঁড়িয়ে কথা বলতে শুরু করতেই ড. প্রণব মুখার্জি উঠে দাঁড়ালেন।
এবং বললেন, আমরা এখানে পরিচয়ের জন্য এসেছি, তাই আমি নিজের পরিচয় দিয়েই শুরু করছি।
তিনি উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়েছিলেন—“আমি প্রণব মুখােপাধ্যায়, রাষ্ট্রপতি ছিলাম। তার সরলতা ও আত্মীয়সুলভ ব্যবহার এবং সকলের সঙ্গে স্বাভাবিক মেলামেশা অপ্রত্যাশিতভাবে সকলের হৃদয় ছুঁয়ে যায়। তবে তিনি খুব অনুভবী, পরিপক্ক চিন্তাবিদও ছিলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে অনেক তথ্য জানা ছিল, সেই তথ্য সহজেই দিকনির্দেশিকা ও বিচক্ষণতার সঙ্গে বিচার করার ক্ষমতা ছিল। সুতরাং তিনি আমাদের কাছে একজন অগ্রজ পথপ্রদর্শক ছিলেন। তিনি যতক্ষণ আমাদের সঙ্গে বসেছিলেন, তার কথা পাথেয় মনে করে মনযােগ দিয়ে আরও বেশি শােনার জন্য উদগ্রীব থাকতাম। আমরা অনুভব করেছি যে, তার ব্যক্তিত্বে, কথাবার্তায় আমরা সমৃদ্ধ হয়েছি। দীর্ঘ রাজনৈতিক জীবন, একজন কুশল রাজনীতিবিদ, অত্যন্ত সফল জীবন তাঁর ছিল, বিভিন্ন ধরনের কৌশল জানতেন।।
তবে এই রাজনীতির উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবাইকে অনুসরণ করার এবং রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও সবাইকে আপন করে নেওয়ার প্রবণতা তাঁর আচরণে সর্বদা দেখা গিয়েছে। আমরা একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে হারালাম। জাতীয় স্বার্থের জন্য সর্বদা উদ্বিগ্ন এক দেশপ্রেমিককে হারালাম। ব্যক্তিগত ও সামাজিক আচরণে বিবেকের পথপ্রদর্শক একজন প্রবীণ ব্যক্তিকে আমরা হারালাম।।
তাঁর প্রয়াণে যে ক্ষতি হয়েছে, তা কখনই পূরণ হতে পারে না। প্রণবদার সংস্পর্শে আমার মতাে অনেকে অল্প সময়ের জন্য এসেছিলেন, একথা সবসময় আমরা স্মরণ করব। সর্বদা অনুভব করব যে তার জীবন আমাদের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ছিল।
নিয়তির ইচ্ছা, আমরা কিছু করতে পারি না। তাঁর পরিবারের দুঃখে আমরা সহানুভূতি জানাচ্ছি এবং তার আত্মার সদগতির জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই।
2020-09-07