ওবামার সাবেক ভাইস প্রেসিডেন্ট জে বাইডেন এতদিন ডেমক্র্যাটিক শিবিরে ফ্রন্ট রানার ছিলেন। আইওয়া ককাস এবং নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি শেষ হবার পর ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এখন ফ্রন্ট রানার হিসেবে আবির্ভূত হয়েছেন। আইওয়া ককাসে বার্নি দ্বিতীয় হয়েছেন, হ্যাম্পশায়ারে প্রথম। গত ১১ ফেব্রুয়ারি নিউ হ্যাম্পশায়ারে বাইডেন পঞ্চম স্থানে চলে গেছেন। এ মাসে নেভাদা ও সাউথ ক্যারোইলিনায় জয়ী না হলে জো বাইডেন ডেমক্র্যাটিক প্রেসিডেন্ট রেস থেকে ছিটকে পড়তে পারেন।
নিউ হ্যাম্পশায়ারে বার্নি স্যান্ডার্সের পরই আছেন পিট বুটিগেগ, ২৬%-২৪%, দুজনে সমান সংখ্যক ডেলিগেট পেয়েছেন। আইওয়া ককাস ছিল ৩ ফেব্রুয়রি ২০২০। ফলাফল প্রকাশে সেখানে বিঘ্ন ঘটে। যান্ত্রিক সমস্যার কারণে ভোট হাতে গুনতে হয়, ফলে রেজাল্ট বেরুতে অনেক দেরি হয় এবং বিতর্ক সৃষ্টিহয়। চূড়ান্ত ফলাফলে শেষ পর্যন্ত সেখানে পিট বুটিগেগ জয়ী হন; বার্নি স্যান্ডার্স দ্বিতীয় স্থান লাভ করেন। এই বিতর্কের জের ধরে আইওয়া ডেমক্র্যাটিক পার্টি চেয়ারম্যান ট্রয় প্রাইস ১২ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন।
নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির পর ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর ডেভাল প্যাট্রিক আজ বুধবার ডেমক্রেটিক প্রেসিডেন্সিয়াল রেস থেকে সরে পড়ার ঘোষণা দিয়েছেন। তার আগে ১১ ফেব্রুয়ারি অপর দুই প্রার্থী কলোরাডোর সিনেটর মাইকেল এফ বেনেট এবং ব্যবসায়ী এন্ড্রু ইয়ং প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যান। এর ফলে ডেমোক্র্যাটিক শিবিরে এখন ৮ জন প্রার্থী আছেন। রিপাবলিকান আইওয়া ককাসে ট্রাম্প ৯৭% ভোট পেয়েছেন। নিউ হ্যাম্পশায়রে তিনি পেয়েছেন ৮৫.৫% ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ম্যাসাচুসেটস গভর্নর বিল ওয়েল্ড পেয়েছেন ৯.৫% ভোট।
ডেমোক্র্যাটরা ১১ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসি-কে স্টেটের মর্যাদা দিয়ে হাউসে একটি। বিল পাশ করেছে। সিনেটে এই বিল ফেল করবে তা প্রায় নিশ্চিত। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সিনেট সংখ্যালঘিষ্ট নেতা চাক শ্যমার এবং হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান জেরি নাডলার প্রাইমারিতে ফেল করবেন। কারণ এঁরা অদক্ষভাবে ইম্পিচমেন্ট প্রক্রিয়াটি হ্যান্ডেল করেছেন। তিনি বলেন, শুমার প্রাইমারিতে নবাগত আলেকজান্ডার অকাসিও কর্টেজের কাছে হারবেন। উল্লেখ্য, এরা সবাই নিউইয়র্কের।
লিবারেল ডেমক্রেট এলান দাড়শোইজ বলেছেন, ডেমক্র্যাটরা হাউস মেজরিটি ধরে রাখতে হলে, স্পিকার ন্যান্সি পেলোসি ও চাক শুমারকে যেতে হবে। উল্লেখ্য, এলান। দাড়শোইজ ইম্পিচমেন্ট ট্রায়ালে ট্রাম্পের অ্যাটর্নি ছিলেন। ট্রাম্প বলেছেন, তার ভাষণের কপি ছিড়ে পেলোসি আইন ভঙ্গ করেছেন, কারণ সেটি সরকারি দলিল। আইনজ্ঞরা বলছেন, কোনো আইন ভঙ্গ হয়নি। হোয়াইট হাউস শুক্রবার (৭ ফেব্রুয়ারি) লে: কর্নেল আলেক্সজান্ডার
ভিডম্যানকে চাকুরি থেকে অব্যাহতি দিয়েছে। তিনি ইম্পিচমেন্ট ট্রায়ালে সাক্ষী দিয়েছেন। একইদিন একই কারণে প্রেডিন্টে ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডর গর্ডন স্কটল্যান্ডকে বরখাস্ত করেন।
টেক্সাস রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয় ফক্স নিউজকে বলেছেন, আগামী বছর নভেম্বরে রিপাবলিকানরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেলে ‘ইম্পিচমেন্ট প্রস্তাবটি বাতিল করার জন্যে ভোটাভুটি হতে পারে। তিনি বলেন, এতে আইনগত কোনো লাভক্ষতি নেই, কিন্তু ডেমক্র্যাটদের শিক্ষা হওয়া দরকার। ভার্মন্টের রিপাবলিকান গভর্নর ফিল স্কট ৬ ফেব্রুয়ারি বলেছেন, প্রেডিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন, তাকে ক্ষমতায় রাখাটা ঠিক হয়নি। পূর্বাঙেন ট্রাম্প সিনেট বিচারে মুক্ত হয়ে পেলোসি ও ডেমক্র্যাটদের একহাত নিয়েছেন। তাঁর দলের মিট রমনিকেও ছাড় দেননি। ভাষণ ছিড়ে সমালোচিত পেলোসি বলেছেন, ট্রাম্প বা রিপাবলিকানদের সঙ্গে আপোশের কোন ইচ্ছে তার নেই।
শিতাংশু গুহ