আগামী বছরই বিধানসভা নির্বাচন হবে উত্তরপ্রদেশে। তার আগে জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান নির্বাচনের ৭৫ টির মধ্যে ৬৫ আসনের জয়ী হয়ে নিজেদের মনোবল বাড়িয়ে নিল বিজেপি। এই নির্বাচনে সমাজবাদী পার্টি পেয়েছে মাত্র ৬টি আসন।
বুন্দেলখন্ডে বিরোধীরা কোনও আসনই পায়নি। এই অঞ্চলের সব আসনই দখল করেছে বিজেপি। এছাড়াও বদায়ুন বরাবরই সমাজবাদী পার্টির গড় হিসেবে পরিচিত হলেও সেই বদায়ুনে বিজেপি জয়ী হয়েছে। এছাড়াও হাথরস, বারাবাঁকি, ফিরোজাবাদ প্রয়াগরাজ সহ জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান পদে ৬৫ আসনের বিজেপি জয়ী হয়েছে।
৭৫ এর মধ্যে ৫৩টি জেলায় জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। বাকি ২২ জেলায় বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলাগুলির মধ্যে এটাওয়া জেলা ছাড়া বাকি সব জেলাতেই বিজেপি জয়ী হয়েছে।
বিভিন্ন জেলার জেলা পঞ্চায়েত চেয়ারম্যান নির্বাচিত হন নির্বাচিত সদস্যদের মধ্যে থেকেই। গত মে মাসে রাজ্যের চার দফায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। দলের প্রতীকে এই নির্বাচন না হলেও আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে এটি একটি পরীক্ষার সমান ছিল। পঞ্চায়েত ভোটের ফলাফলে বিজেপি ধাক্কা খেয়ে ছিল তাদের বহু প্রার্থী হেরে গিয়েছিল কিন্তু জেলা পঞ্চায়েত চেয়ারম্যান নির্বাচনে ঘুরে দাঁড়ালো বিজেপি।