রাজ্য জুড়ে বিজেপির সদস্যপদ অভিযান নিয়ে বিশেষ পরিকল্পনা নিল যুব মোর্চা। এবার রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, নাট্য এক্যাডেমি, টালিগঞ্জ টলিউড পাড়া সহ সব এলাকায় বিজেপির সদস্য হওয়ার জন্য বিশেষ “কিয়স্ক” বসাচ্ছে যুব মোর্চা।
প্রথম পর্যায়ে শহরের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই কিয়স্ক বসানো হবে। পরে ধাপে ধাপে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে।
মূলত, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যুব সম্প্রদায়কে বিজেপির সদস্য পদ গ্রহণ করানোর এই কর্মসূচির লক্ষ্য হবে বলে জানা গিয়েছে। আগামী ১৪-১৯ জুলাই পর্যন্ত এই কর্মসূচি করা হবে। সম্প্রতি রাজ্য দপ্তরে যুব মোর্চার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে ৫ লক্ষ ছাত্র-যুবকে বিজেপির সদস্য পদ দেওয়ার টার্গেট দেওয়া হয়েছে।
বিজেপির যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাসকে আহবায়ক করা হয়েছে।
বিজেপির যুব মোর্চার রাজ্যসভা দেবজিৎ সরকার বলেন, ” মূলত রাজ্য জুড়ে ছাত্র-যুবদের মধ্যে সদস্যপদ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি যুবমোর্চার নেতৃত্বকে এক সপ্তাহ বাড়ি ঘর ছেড়ে সদস্য অভিযান জন্য জেলায় জেলায় ঘুরতে হবে”