রূপোর বাট সহ হাওড়া স্টেশন (Howrah Station) থেকে গ্রেফতার করা হল এক যুবককে । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জিআরপির (GRP) একটি দল স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম থেকে ওই যুবককে হাতেনাতে ধরে । তার কাছ থেকে উদ্ধার হয় ১৬টি রূপোর বাট এবং এক কেজি ওজনের রূপোর গয়না । একা না জড়িত রয়েছে আরো অনেকে,সেই তদন্তে জিআরপি (GRP) |

রেল পুলিশ (Railway Police) সূত্রের খবর, জিআরপি (GRP) -র এস আই প্রশান্ত পালের নেতৃত্বে জিআরপির (GRP) স্পেশাল অপারেশন গ্রুপের কর্মীরা আগেভাগেই খবর পেয়ে হাওড়া স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ওত পাতেন। এরপর ট্রেন থেকে নামতেই ওই যুবককে হাতেনাতে ধরা হয় । তার কাছে চকোলেট রঙের কাঁধের ব্যাগ থেকে এই রূপোর বাট এবং রূপোর গয়না উদ্ধার হয় । ধৃত যুবক এর সাপেক্ষে কোনও ডকুমেন্টস বা কাগজপত্র দেখাতে পারেনি বলে দাবি রেল পুলিশ । জিআরপি সূত্রের খবর, ধৃত যুবকের নাম সুরজ কুমার (Suraj Kumar) (২৯)। বিহারের (Bihar) ছাপড়া জেলার (Chhapra District) করিমচকে তার বাড়ি ।

শুক্রবার দুপুরে তাকে হাওড়া আদালতে তোলা হয়। রেল পুলিশ সূত্রের খবর তিন দিনের পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন করা হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সে এই মাল চোরাই পথে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল | এই পাচার চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। কতদিন ধরে সে এই কারবার চালাচ্ছে তাও জিআরপি (GRP) তদন্ত করে দেখছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.