‘আমার মৃতদেহের উপর দিয়ে NRC করুন’, মমতার কথায় মানুষ বিশ্বাস করল কই? #IndiaSupportsCAA

এনআরসি ও নাগরিকত্ব বিলে প্রতিবাদে দীর্ঘদিন ধরেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর ফের শহরের রাস্তায় মিছিলে নেমে প্রতিবাদ জানালেন তিনি। তাঁর নেতৃত্বেই সোমবার মিছিল হয় কলকাতায়। বলেন, ‘আমার মৃতদেহের উপর দিয়ে এনআরসি করতে হবে।’

এদিন মিছিল শুরুর আগে তিনি বলেন, ‘We Want Peace- এই স্লোগান নিয়ে দেশ জোড়া গণতান্ত্রিক আন্দোলনে সামিল হব আমরা।’ বাংলায় এনআরসি এবং নাগরিকত্ব আইন লাগু করা হবে না বলেও ফের একবার উল্লেখ করেন তিনি।

আম্বেদকর মূর্তির পাদদেশে পাদদেশে থেকে মিছিল শুরু হয় এদিন। রেড রোড, মেয়ো রোড, জহরলাল নেহেরু রোড, ধর্মতলা হয়ে চিত্তরঞ্জন এভিনিউ ধরে মিছিল পৌঁছায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। সেখানেই এই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা ব্যানার্জীর এই মিছিলে রাজ্যের হিন্দুদের তেমন উৎসাহ ছিল না। আরও এক দেখার মতো বিষয় যে এই মিছিলে এক বিশেষ সম্প্রদায়ের মানুষের যোগদান-ই ছিল অধিক পরিমানে।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল যে এই মিছিলে মানুষের ভিড়ও ছিল দিদির আগের আয়োজিত মিছিল গুলোর তুলনায় অনেক কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.