যশ নামক ঘূর্ণিঝড় (cyclone) তৈরি হবে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata)। এতদিন সম্ভাব্য নিম্নচাপ ছিল। তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি না তা জানা ছিল না। এবার হাওয়া অফিস জানিয়ে দিয়েছে নিম্নচাপ তো তৈরি হচ্ছেই। হবে ঘূর্ণিঝড়ও। যার ওয়ার্ম আপ চলছে সাগরে।
তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এর প্রভাব কোথায় পড়বে? এই ঝড়ের(storm) গতিবেগ কত হবে? তছনছ করে দেবে কী যশ? গত তিন দিনে সোশ্যাল মাধ্যমে থেকে শুরু করে বহু গণমাধ্যমে বলা হয়েছিল ভয়াল ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ের কথা। এটা ঠিক যে এই ঝড়ের গতিপথের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। আমফানের থেকেও কী ভয়ংকর হতে চলেছে যশ? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২২মে একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর আন্দামান সাগরের উপর। এটি বিস্তৃত থাকবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর(bay of bengal) পর্যন্ত। এটি ধীরে ধীরে শক্তি বাড়াবে। তারপরের ৭২ ঘন্টায় এটি সাইক্লোনে পরিণত হবে। তারপর সেটি ধীরে ধীরে এগোবে উত্তর পশ্চিম দিকে। এরপর ২৬ মে সেটি পৌঁছাবে পশ্চিমবঙ্গ – ওডিশা উপকূলে। এখানে পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে ঝড়ের।
কতটা তাণ্ডব চালাবে ঝড়? এর কী প্রভাব পড়বে আমাদের রাজ্যে? হাওয়া অফিস জানিয়েছে, এর জেরে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে ২৫ তারিখ বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ দিঘা, মন্দারমনি সহ আরও যে সব অঞ্চল রয়েছে। মেদিনীপুরে বৃষ্টি হবে। হাত ধরে হাওড়ায় একটু আধটু বৃষ্টি পেয়ে যেতে পারে ওইদিন সন্ধ্যায়। প্রভাব নিয়ে ব্রিজের ওপারে কলকাতাও বৃষ্টি পেতে পারে ওইদিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি হতে পারে।
ঝড়ের গতিবেগ এই রাজ্যে কত হবে তা এখনও বলেনি হাওয়া অফিস। আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এর সর্বোচ্চ গতি হতে পারে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা। ২৩ তারিখ এটির গতি থাকতে পারে ৭০ কিলোমিটার। পরের তিন দিনে কতটা শক্তি বৃদ্ধি করে সেটার দিকে নজর রাখছে হাওয়া অফিস।
বলা হচ্ছে ওডিশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার দাপট থাকবে ২৪ থেকে ২৬ তারিখ অর্থাৎ তিন দিন ধরে। ২৬ মে সেটি পৌঁছাবে পশ্চিমবঙ্গ – ওডিশা উপকূলে। তখন সেটি সাইক্লোন, যা পূর্ববর্তী ২৪ ঘন্টাতেই শক্তিশালী হয়ে উঠেছে। ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত এই ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে ও বাংলাদেশ উপকূলীয় অঞ্চলেও।
ঘটনা হল এই চার দিন ধরে যে দুই রাজ্য এক প্রতিবেশী দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার দেবে তার গতি কতটা হবে তা এখনও জানায়নি হাওয়া অফিস। এই বিষয়টি সম্ভবত আগামী ২৪ ঘন্টা থেকে ৩৬ ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে। তবে সাইক্লোনের জেরে বৃষ্টি যে প্রচুর পরিমানে হবে তা স্পষ্ট। ২৫ তারিখ থেকেই সেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গে। যত সময় এগোবে সাইক্লোনের শক্তি মাফিক বাড়বে বৃষ্টির পরিমাণও।
পাশপাশি মাঝি ও মৎস্যজীবীদের ২২ তারিখ থেকে টানা ২৭ তারিখ পর্যন্ত সমুদ্রে বা গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।