প্রবল শক্তি নিয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ইয়াস। আর কিছুক্ষণের মধ্য়েই স্থলভাগে আছড়ে পড়বে। ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে জারি হয়েছে সতর্কতা, মোতায়েন উপকূল রক্ষী বাহিনী ও NDRF।
সকাল ৭.৪০: ১৫ হাজার ওয়ার্কফোর্স তৈরি রেখেছে টাটা পওয়ার। দুর্যোগের পর যাতে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা যায় তাই এই বন্দোবস্ত।
সকাল ৭.৩০: দিঘায় প্রবল জলচ্ছ্বাস। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হবে।
সকাল ৭.২০: ওডিশার ধামড়া ও ভদ্রকে শুরু প্রবল বৃষ্টি। সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া।
সকাল ৭.১৫: ধমড়া থেকে ৪০ কিলোমিটার পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ধর্মার উত্তর ও বালেশ্বরের দক্ষিণ দিয়ে আজ দুপুরেই স্থলভাগে ঢুকবে এই অতি প্রবল ঘূর্ণিঝড়। বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার।