আধারভূতে চাধেয়ে ধৃতিরূপে ধুরন্ধরে ।
ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।

এর অর্থ- হে জগদ্ধাত্রি , তুমি আধার ও আধেয়স্বরূপিণী , তুমি ধারন- শক্তিরূপিণী এবং সর্বকর্মবিধাত্রী , তুমি সনাতনী, শাশ্বতধামরূপিণী ও অবিচলিতস্বভাবা – তোমায় নমস্কার । ১

শবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তিবিগ্রহে ।
শাক্তাচারপ্রিয়ে দেবি জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।

এর অর্থ- তুমিই শিব, তুমিই শক্তি ; তুমি সমস্ত শক্তিতে অবস্থিতা এবং তুমিই শক্তিরূপিণী ; তুমি শাক্তোচিত আচারে সন্তুষ্টা হও ; হে দেবি জগদ্ধাত্রি , তোমায় নমস্কার । ২

জয়দে জগদানন্দে জগদেকপ্রপূজিতে ।
জয় সর্বগত দুর্গে জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।

এর অর্থ- হে দুর্গে, তুমি জয়বিধায়িনী ও জগতের আনন্দস্বরূপিণী , জগতে একমাত্র তুমিই প্রকৃষ্টরূপে পূজিতা ও তুমি সর্বব্যাপিণী, – তোমার জয় হউক , হে জগদ্ধাত্রি , তোমায় নমস্কার । ৩

পরমাণুস্বরূপে চ দ্ব্যণুকাদিস্বরূপিণি ।
সূক্ষ্মাতিসূক্ষ্মরূপে চ জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।

এর অর্থ- হে জগদ্ধাত্রি, তুমি পরমাণুস্বরূপা এবং দ্ব্যণুকাদিস্বরূপা , তুমি সূক্ষ্ম হইতেও অতি সূক্ষ্মরূপিণী , তোমায় নমস্কার । ৪

সূক্ষ্মাতিসূক্ষ্মরূপে চ প্রাণাপাণদিরূপিণি ।
ভাবাভাবস্বরূপে চ জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।

এর অর্থ- হে জগদ্ধাত্রি , তুমি সূক্ষ্ম ও অতিসূক্ষ্মরূপিণী , তুমি প্রাণ ও অপানাদিস্বরূপিণী , তুমি ভাব ও অভাবরূপিণী , তোমায় নমস্কার । ৫

কালাদিরূপে কালেশে কালাকালবিভেদিনি ।
সর্বস্বরূপে সর্বজ্ঞে জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।

এর অর্থ- হে জগদ্ধাত্রি , তুমি কাল প্রভৃতি স্বরূপিণী , তুমি কালের ঈশ্বরী, তুমি কাল ও কালাতীত বস্তুর বিভেদের কারণ, তুমি সর্বস্বরূপা ও সর্বজ্ঞা – তোমায় নমস্কার । ৬

মহাবিঘ্নে মোহৎসাহে মহামায়ে বরপ্রদে ।
প্রপঞ্চসারে সাধ্বীশে জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।

এর অর্থ- হে জগদ্ধাত্রি , তুমি মহাবিঘ্নস্বরূপিণী , মহাউৎসাহরূপিণী , মহামায়া, বরপ্রদায়িনী, প্রপঞ্চসারা , সাধুগণের ঈশ্বরী – তোমায় নমস্কার । ৭

অগম্যে জগতামাদ্যে মাহেশ্বরি বরাঙ্গনে ।
অশেষরূপে রূপস্থে জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।

এর অর্থ- হে জগদ্ধাত্রি , তুমি অগম্যা , নিখিল জগতের আদি , মহেশ্বরপত্নী , বরাঙ্গনা , অশেষসৌন্দর্যস্বরূপা , সর্বরূপে অধিষ্ঠিতা,- তোমায় নমস্কার । ৮

দ্বিসপ্তকোটিমন্ত্রাণাং শক্তিরূপে সনাতনি ।
সর্বশক্তিস্বরূপে চ জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।

এর অর্থ- হে জগদ্ধাত্রি , তুমি বাহাত্তর কোটি মন্ত্রের শক্তিস্বরূপিণী , তুমি সনাতনী ও সকল শক্তিস্বরূপা;- তোমায় নমস্কার । ৯

তীর্থযজ্ঞতপোদানযোগসারত জগন্ময়ি ।
ত্বমেব সর্বং সর্বস্থে জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।
১০

এর অর্থ- হে জগদ্ব্যাপিণী , তুমি তীর্থ, যজ্ঞ, তপস্যা, দান ও যোগের সারভূতা , তুমিই সর্বস্বরূপিণী ; সর্বাধারে অবস্থিতা হে জগদ্ধাত্রি, তোমায় নমস্কার । ১০

দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দ্রে দুঃখমোচনি ।
সর্বপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।
১১

এর অর্থ- হে জগদ্ধাত্রি , তুমি দয়াস্বরূপা, কৃপাদৃষ্টিস্বরূপা , করুণাময়ী , দুঃখ- বিনাশিনী, সর্ববিঘ্নবিনাশিনী ; হে দুর্গে তোমায় নমস্কার । ১১

অগম্যধামধামস্থে মহাযোগীশহৃৎপুরে ।
অমেয়ভাবকূটস্থে জগদ্ধাত্রি নমোহস্তু তে ।।
১২

এর অর্থ- হে জগদ্ধাত্রি , অগম্যলোকঅধিষ্ঠিত মহাযোগীশ্বর মহেদেবের হৃদয়পুর নিহিত অসীম ও অতুলনীয় ভাবরাশিমধ্যে অধিষ্ঠিতা;- তোমায় নমস্কার ।। ১২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.