শুভেন্দুর মিছিলে যোগ দিতে যাওয়ার সময় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত শতাধিক

নন্দীগ্রামে শুভেন্দুর অরাজনৈতিক মিছিলে যোগদান করতে আসার সময় তৃণমূলের আক্রমণে আহত শতাধিক বিজেপি কর্মী সমর্থক। ভাঙ্গচুর করা হয়েছে একাধিক বাস ও গাড়ি অভিযোগ বিজেপির। নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। বিজেপির পক্ষ থেকে তৃণমূল নেতা সেখ সুফিয়ান সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে নন্দীগ্রাম থানায়। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক শুভেন্দু অধিকারীর।

আজ নন্দীগ্রামে বজরংবলীর পুজো উপলক্ষ্যে একটি অরাজনৈতিক মিছিল ছিল শুভেন্দু অধিকারী নেতৃত্বে। নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় যোগদান করতে আসা বেশ কয়েকটি বাস এবং গাড়ি ভাঙ্গচুর করা হয়। নন্দীগ্রামের ভুতার মোড়ে তৃণমূল কর্মী সমর্থকরা বাস থামিয়ে বেছে বেছে বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় প্রায় শতাধিক বিজেপি কর্মী আহত হয়েছে বলে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক নবারুন নায়েক জানান। আহতদের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল।

বিজেপি সূত্রে জানাগেছে, প্রায় ৩৫ জন আহতের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে। আহতদের আঘাত গুরুতর হওয়ায় কয়েকজনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে আলোচনায় দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। নন্দীগ্রাম থানায় বিজেপির পক্ষ থেকে ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে থানা অবরুদ্ধ করার ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে নন্দীগ্রামে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.