কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি রয়েছে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে দিন দু’য়েক দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও, ঝঞ্ঝা কাটতেই ফের শীতের দুরন্ত ব্যাটিং। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও, প্রধানত পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গের আকাশ।
তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে উর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। তবে, চলতি মাসে সকালের দিকে জারি থাকবে ঠান্ডার আমেজ। মার্চের শুরু থেকে ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে তাপমাত্রার পারদ।