লোকাল ট্রেন কি এবার চালু হবে?

১৫ অগাস্টের পর কি লোকাল ট্রেন চালু হতে পারে, প্রশ্ন আম জনতার । কড়া বিধিনিষেধ অনেকটা ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী ঠিকই কিন্তু রাত ৯ টার পর কারফিউ চালু রয়েছে । বারাসাতের মতো ব্যস্ততম নগরীর মানুষ জানাচ্ছে যে সেখানে কিন্তু প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ের নির্দেশে খোলা বাজার বন্ধ হয়ে যাচ্ছে ১০/১১ র মধ্যে এবং গোষ্ঠী সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব চালু রয়েছে কিন্তু সর্বত্র কি একই চিত্র ? সে যাই হোক না কেন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে প্রশাসন কাজ করছে এবং সেই কারণে সংক্রমণ অনেকটাই আটকানো গিয়েছে ।
সমস্যা কিন্তু লোকাল ট্রেন নিয়েই । প্রতিদিন কয়েক লক্ষ মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করে । ট্রেন বন্ধ থাকলেও বিশেষ স্টাফ ট্রেন চলছে । এই ট্রেনে প্রমান পত্র দেখিয়ে অনেকেই উঠে পড়ছে । ভয়াবহ ভিড় হচ্ছে ওই ট্রেনগুলিতে । ভিড়ে ঠাসা ট্রেনে কি যথেষ্ট সংক্রমণ ছড়াচ্ছে না, প্রশ্ন বিশেষজ্ঞদের । এর থেকে ট্রেন চালু করে দিলে ভিড় কমতে পারে এবং ব্যবসা বাণিজ্য উঠে দাঁড়াতে পারে । বাণিজ্যের জন্য ট্রেনের বিকল্প কিছু হয় না । সুতরাং ভাবনাটা থেকেই যাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.