‘বারবার মাইকিং হয়েছে জল বাড়ছে উঠে আসুন। সেখানে কথা শোনা হল না কেন’? মৃতদের পরিবারের উদ্দেশ্যে এমনই প্রশ্ন করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অবশ্য সঙ্গে এও বললেন, ‘একটা ঘটনা ঘটে যাওয়ার পর পরিবারের আবেগকে কোথাও আহত করা বা তা নিয়ে আপত্তি তোলা উদ্দেশ্য নয়’।
দশমীর রাতে বিসর্জন দেখতে গিয়ে হড়পা বানে নিমেষে ভেসে যান অসংখ্য মানুষ। ৮ জনের মৃত্যু হয়। কোনওক্রমে যাঁরা বেঁচে গিয়েছেন তাঁরাও কম বেশি আহত। অধিকাংশই প্রশ্ন তুলেছে নিরাপত্তা নিয়ে। ডুয়ার্সের নদীগুলিতে হড়পা বান আসে, তা হলে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের জবাব দিতে গিয়েই পাল্টা এই প্রশ্ন ছোঁড়েন কুণাল।
তৃণমূল মুখপাত্রের আরও প্রশ্ন, ‘মাথাপিছু কতজন পুলিশ দিতে হবে? এই দিকগুলো দেখা উচিত। মৃত্যু, দুর্ঘটনা অবাঞ্ছিত। যাদের পরিবারে সঙ্কট হয়েছে, এ সময় একটা আবেগ কাজ করে। যে ক’ জন কর্মী ছিলেন, তারা কতজনকে তুলেছেন সেটাও বলুন। ৮-৯ জনের মৃত্যু হয়েছে। ২৫০-৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। কারা করল এটা’?
এরপরই তিনি বলেন, ‘জল বাড়ছে। একটা নদী। বারবার মাইকিং করা হচ্ছে। কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিশ্চয়ই কাটা ছেঁড়া হবে এসব নিয়ে। কিন্তু তা বলে একতরফা অভিযোগের জায়গা নেই। বারবার মাইকিং হয়েছে জল বাড়ছে উঠে আসুন। সেখানে কথা শোনা হল না কেন? আক্ষেপ করার আগে সার্বিক পরিস্থিতি দেখে নেওয়া ভাল’।