দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিল উত্তর ২৪ পরগনা। দুই তৃণমূল কাউন্সিলরের এই সংঘর্ষে উত্তাল হয়ে যায় পুরো এলাকা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ বাহিনীকে পৌঁছাতে হয় ঘটনাস্থলে। এই সংঘর্ষের জেরে দুই পক্ষের মিলিয়ে মোট ৪ জন আহত হয়েছেন হলে খবর।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায়। এই বচসা সূত্রপাত দুই কাউন্সিলর টুলু দাস ও স্বপন কুণ্ডুকে কেন্দ্র করে। গত পুরসভা নির্বাচনের আগে পর্যন্ত টুলু রানী দাস ও তপন কুণ্ডু যথাক্রমে ২০ নং ওয়ার্ড ও ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। কিন্ত, এরপরে পুরসভা নির্বাচনের সময়ে ২১ নং ওয়ার্ড মহিলা প্রার্থী জন্য সংরক্ষিত হলে ঘটে বিবাদের সূত্রপাত।
নির্বাচনের জন্য টুলু রানী দাসকে সরিয়ে ২১ নং ওয়ার্ডের প্রার্থী করা হয় এবং তপন কুণ্ডুকে সরিয়ে ২০ নং ওয়ার্ডের প্রার্থী করা হয়। যদিও, দুজনেই নিজ নিজ এলাকায় জয়লাভ করেন। কিন্তু, জয়ী হওয়ার পর থেকেই একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ শুরু হয় যা সম্প্রতি সংঘর্ষের রূপ নেয়।