এন আর সি, সি এ এ-র বিরুদ্ধে এবার মাঠে নামলো রূপান্তর কামী ও নিষিদ্ধ পল্লীর মহিলারা। আজ বিকাল সাড়ে তিনটেয় কলকাতা শহীদ মিনার থেকে শুরু করে পূর্বাঞ্চলের আরএসএস হেড কোয়াটার কেশব ভবন পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।

তথ্য সূত্র অনুযায়ী, প্রায় এক মাস ধরে রাজ্যের শাসক দলের উদ্যোগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহর ও গ্রামে এন আর সি এবং সি এ এ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে কলকাতা সহ বড় বড় শহরগুলিতে মহার‍্যালি করে রাজ্যের সর্বত্র মিছিল, মিটিং সংঘটিত করার উৎসাহ দেন। শাসকদলের প্রভাবিত বিভিন্ন সংস্থা এই ধরনের মিছিল সংঘটিত করে। সেই ধারা অনুসারেই আজ এই ধরনের মিছিল বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মিছিল দুটি কারণে চিন্তাজনক। কেননা, এতদিন শাসকদের অঙ্গুলিহেলনে চিকিৎসক, শ্রমিক, ব্যবসায়ী সংগঠনগুলি এই আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছিল। সমাজের চোখে তা স্বাভাবিক কিন্তু এই ধরনের লোকজনদের মিছিল কার অঙ্গুলি হেলনে তা নিয়ে জনমানসে প্রশ্ন উঠছে। কেননা নিষিদ্ধ পল্লীর মহিলা-পুরুষ, শিশুদের নিয়ে বামপন্থী নেত্রী তথা দুর্বার মহিলা সমিতির স্বপ্না গায়েনের নেতৃত্বে প্রতিবছর রাত ১২ টায় মশাল জ্বালিয়ে মিছিল কলকাতাবাসী দেখে অভ্যস্ত।

এদিন আন্তর্জাতিক শ্রম দিবস ১লা মে কে স্মরণ করে তারা স্লোগান দেয় – “গতর খাটিয়ে খাই, শ্রমিকের মর্যাদা চাই”। এহেন ব্যক্তিরা এন আর সি ও সি এ এ নিয়ে বিরোধ করে কাদের উদ্দেশ্য সিদ্ধ করতে নেমেছে। কারো মতে, এর পিছনে আরবান নকশালদের উদ্যোগ যেমন রয়েছে তেমন শাসক দলের প্রছন্ন সহযোগিতাও রয়েছে।

একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ হলো মিছিলের শুরু শহীদ মিনার হলেও, শেষ আরএসএস হেড কোয়াটার কেন? এইখানেই প্রশ্ন উঠেছে জনমানসে। একটি স্পর্শকাতর বিষয় নিয়ে এরা কেনই বা সংঘ কার্যালয়ে হানা দিচ্ছে, কারাই বা এর পিছনে কলকাঠি নাড়ছে?

Who are behind the scenes ?

Trans-gender women and women from prostitute centre are now protesting against CAA and NRC. A huge rally against NRC and CAA is organized by them today.This rally was held today at 3.30pm, from Shaheed Minar to RSS Head-quarters Keshav Bhavan.

According to the source, protest rallies are being organized by the initiative of governing party in the several towns and villages of this state. Mamata Bnaerjee herself, arranged meetings in various towns of Bengal to encourage people to organize protest rallies against NRC and CAA. The organizations, who are supported by state government, already arranged such rallies. The organizers of today’s rally stated that, today’s rally is the extension of this tradition.

As per political analyst, it has two part of worry. Because, by the provocation of ruler party, doctors, businessman, labours created many rally protest of CAA. Although it seems normal from the sight of society, by whom they are provoked that’s definitely a big matter. Kolkata has accustomed with the slogan of red light area “Ghotor khatiye khai, Sromiker morjada chai”.

Their motive and their back bone both are remain hidden. Reportedly, there are strong support of urban Naxals and ruler party behind those activities.

At the same time, more important thing is even though the procession started from Sahid Minar, why it was up to RSS headquarters Kesav Bhaban? Why are they harassing the headquarters with a touchy matter? And, who are behind the scenes?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.