বাংলায় বিজেপি সরকার গঠন হলে হিংসার রাজনীতি বন্ধ হয়ে যাবে, বাংলায় উন্নয়ন হবে। এদিন করিমপুরের বালিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রচারের সময় বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙ্গে গেছে। গুন্ডা রাজ চলছে, বৃথা দিদির সরকার রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। হিংসার ঘটনা প্রতিদিনই ঘটছে। গত ৫-৬ বছরে আমাদের দলের দেড় শতাধিক কর্মী হিংসার এই রাজনীতিতে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার শ্রমিক। কিন্তু দোষীদের শাস্তি হয় না।
তিনি আরও বলেন, যে মোদী দেশের জনগণের জন্য যা কিছু প্রকল্প নিয়ে এসেছে, দিদি এই রাজ্যের মানুষকে এই প্রকল্পগুলির সুবিধা নিতে বাধা দিয়েছে। এবার আমাদের সরকার আসলে এই রাজ্যের লোকদের কর্মসংস্থান দেবে। তিনি সরকারি সমস্ত সুযোগ-সুবিধাও পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পটি দিয়ে দেশের মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু দিদির সরকার সেই রাজ্যের মানুষকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে।
তিনি এদিন আশ্বাস দেন, ‘আমরা ন্যায় ও মানবতার ভিত্তিতে ধর্ম ও বর্ণের ভিত্তিতে আমাদের সরকার পরিচালনা করব। আমাদের সরকারের লক্ষ্য সবার জন্য ন্যায়বিচার হবে, চাটুকার নয়, সবার জন্য উন্নয়ন হবে। দিদির সরকার জনগণের চেয়ে রাজনীতিকে বেশি জায়গা দিয়েছে। তাই দিদি রাজ্যের মানুষকে কেন্দ্রের প্রকল্পে আসতে দেয়নি। আসলে, আমাদের সরকার এলে রাজ্যে যে সমস্ত মানুষ এখনও কেন্দ্রের প্রকল্পগুলোর সুবিধা পায়নি সেগুলি পাবে। বাংলা হয়ে উঠবে সোনার বাংলা।