নাগরিকত্ব সংশোধনী আইনে এবার তৃণমূলের বিরোধিতার মোকাবিলায় পথে নামল গেরুয়া শিবির।
রবিবার ইংরেজবাজার থানার সীমান্ত এলাকার গাদোয়া মোড় থেকে এই বিষয়ে প্রচার শুরু করলেন জেলা বিজেপি নেতৃত্ব। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় সহ অন্য অন্য বিশিষ্ট জেলা নেতৃত্ব।
সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই দেশজুড়ে প্রবল অশান্তির সৃষ্টি হয়। বিরোধিতার নামে এক প্রকার গোটা দেশ জুড়ে তান্ডব লীলা চালানো হয় বলে অভিযোগ। বাদ যায়নি এই রাজ্যও। অশান্তির আগুন জ্বলেছিল পশ্চিমবঙ্গেও।
যার ফলে বিক্ষোভকারিদের তাণ্ডবে প্রচুর রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট হয়। ফলে এর বিরুদ্ধে এবার মানুষকে সচেতন করতে পথে নামে বিজেপি।
এদিন মালদহ জেলার সীমান্ত লাগোয়া এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইন কি? তা মানুষকে বোঝাতে বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক যাত্রা শুরু করেন। মানুষকে বোঝানো হয়।
এই বিষয়ে উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু বলেন, ”এই আইন বলবৎ হওয়ার পর থেকে বিরোধী দলগুলির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মানুষকে হিংস্রতার মধ্যে ফেলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তারা। মানুষকে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য লেলিয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই আমরা পথে নেমে মানুষকে বোঝাতে শুরু করেছি।”
পাল্টা তৃণমূল নেতা শুভময় বসু বলেন, ভারতের নাগরিক হতে গেলে কিসের কাগজ দরকার। আমাদের ভোটে নির্বাচিত সরকার সেই নাগরিককে নতুন ভাবে নির্বাচিত করার কি দরকার। সুতরাং এর বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে।