ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যগুলি কতটা তৈরি সেই বিষয়ে আলোচনার জন্য বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারের ওই বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। এ ছাড়া আন্দামান ও নিকোবরের উপ-রাজ্যপালও বৈঠকে ছিলেন। বৈঠকে ঘূর্ণিঝড় সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যগুলিকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩৫টি টিম (দু’টি উত্তর বঙ্গে ও ৩৩টি দক্ষিণবঙ্গে) পৌঁছেছে। সোমবারই পাঁচটি এনডিআরএফ টিম পৌঁছেছে ওডিশায়। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার সন্ধ্যায় ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে ইয়াস। তার প্রভাবে মঙ্গলবার থেকেই শুরু হবে ঝড়বৃষ্টি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও ওডিশা নয়, ইয়াস-এর প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও। তাই সেখানকার প্রশাসনের সঙ্গেও আলোচনা সেরে রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
2021-05-24

